বাবা হারালেন রায়হান রাফী

বাবা হারালেন রায়হান রাফী
জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার রায়হান রাফীর বাবা মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার গভীর রাত ২টা ৩৪ মিনিটে তার মৃত্যু হয়। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । সোমবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী তমা মির্জা। ফেসবুকে তিনি লিখেন, "রায়হান রাফীর বাবা আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।" তমা মির্জা আরও লিখেন, "এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে। আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য, গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।" রায়হান রাফীর বাবা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে হাসপাতালে ভর্তি হন এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি পাড়ি জমান না ফেরার দেশে।